ট্রাম্পালিন

ট্রাম্পালিন উদ্ভাবক : জর্জ নিসেন, | বয়স ১৬| উদ্ভাবনের সময় : ১৯২৬-১৯৩৪ | কোথায় : সিডার র্যাপিডস, আইওয়া, যুক্তরাষ্ট্র।
একবার জর্জ নিসেনদের শহরে এক সার্কাস দল এসেছিল। সার্কাস দলের ট্রাপিজ খেলােয়াড়দের শূন্যে ভেসে বেড়ানাে দেখে ভীষণ অবাক হয়েছিল জর্জ। হাইস্কুলের জিমন্যাস্ট টিমের সদস্য ছিল সে। তাই ট্রাপিজের খেলাগুলাে একটা ভয় মেশানো মুগ্ধতা নিয়ে দেখেছিল জর্জ। ট্রাপিজ খেলােয়াড়দের সুইংরে বাউন্সিংয়ের জন্য এবং নিচে পড়ে যাওয়া ঠেকাতে নিচে পেতে রাখা জালের দিকেও খেয়াল করেছিল সে এরপর সেদিন বাড়ি ফিরে সােজা বাবার গ্যারেজে ঢুকে চিন্তা করতে শুরু করল জর্জ নিসেন। কিছুক্ষণ পর সে একটা স্টিলের কাঠামাে জোগাড় করে তার মধ্যে কায়দা করে ক্যাসভাস কাপড় বসিয়ে দিল । এটিই ছিল নিসেনের উদ্ভাবিত বিশ্বখ্যাত ট্রাম্পালিনের প্রথম মডেল ।