টাইটেনিয়াম ( Ti)

বর্তমানে বিমান নির্মাণে টাইটেনিয়াম ছাড়া ভাবাই যায় না। হিসাবে দেখা গেছে, একটি বােয়িং ৭৭৭ বিমানে প্রায় ৫৯ টন টাইটেনিয়াম লাগে। টাইটেনিয়াম ইস্পাতের মতােই শক্ত, তবে ৪৫ শতাংশ হালকা। সে কারণেই বিমানশিল্পে এটি এত গুরুত্বপূর্ণ ১৭৯১ সালে ব্রিটিশ যাজক ও শৌখিন ভূতাত্ত্বিক উইলিয়াম গ্রেগর টাইটেনিয়াম আবিষ্কার করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন মেনাকানাইট। এর চার বছর পর জার্মান বিজ্ঞানী মার্টিন হেনরিক ক্লাথে স্বাধীনভাবে একই মৌল আবিষ্কার করেন। গ্রিক পুরাণের দেবতা টাইটানসদের নাম অনুসারে তিনি নতুন আবিষ্কৃত মৌলটির নাম দিয়েছিলেন টাইটেনিয়াম। পরবর্তী সময়ে তার দেওয়া নামটিই জনপ্রিয় হয়।