ক্যালসিয়াম (Ca)

অনেকের ধারণা, ক্যালসিয়ামের রং সাদা। কিন্তু বিশুদ্ধ ক্যালসিয়াম আসলে রুপালি ধূসর ধাতব মৃৎক্ষারীয় পদার্থ। প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় ক্যালসিয়ামের দেখা পাওয়া ভার। কারণ, এই মৌলটি অতিমাত্রায়। অস্থিতিশীল । মৌলটি খুব সহজেই বাতাসের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে। মানুষসহ প্রাণীদের জন্য মৌলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মেরুদণ্ডী প্রাণীদের হাড় (ক্যালসিয়াম ফসফেট) আর দাঁত এবং মােলাস্কা (শামুক ও ঝিনুক) ও খােলসজাতীয় (কাঁকড়া, চিংড়ি) প্রাণীদের খােলস (ক্যালসিয়াম কার্বনেট হিসেবে) গঠনে এটি গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকেই ক্যালসিয়াম যৌগের ব্যবহার জানা ছিল মানুষের। সে যুগে মিসর, রােমসহ অনেক দেশে ভবন নির্মাণে ক্যালসিয়াম অক্সাইড বা চুনাপাথর এবং জিপসাম ব্যবহার।করা হতাে। আবার চুনাপাথর পুড়িয়ে চুন (Lime) বানানাে হতাে। এই চুনের সঙ্গে বালু আর পানি মিশিয়ে সিমেন্টের মতাে একধরনের মিশ্রণ তৈরি করা হতাে। ইটের ফাকে এই মিশ্রণ দিলে আস্তে আস্তে সেই গাঁথুনি শক্ত হয়ে যেত। কারণ, বাতাসের কার্বন ডাই-অক্সাইড শােষণ করে সিমেন্টের ক্যালসিয়াম অক্সাইড পরিণত হতাে ক্যালসিয়াম কার্বনেটে। ক্যালসিয়াম নামের সঙ্গেও এই ইতিহাস জড়িয়ে আছে। লাতিন শব্দ ক্যালক্স (Calx) থেকে ক্যালসিয়াম নামটি এসেছে, যার অর্থ চুন বা চুনাপাথর।